নাম পরিবর্তন করে এদেশে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে মালদার ইংরেজবাজার থানার পুলিশ। হৃদয় মিঞা নামে ঐ ব্যক্তি বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। মহদিপুর স্ট্যান্ড এলাকায় তাকে আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। প্রায় ১০ বছর ধরে সে এদেশে বসবাস করছিল বলে জিজ্ঞাসাবাদের সময় ঐ ব্যক্তি স্বীকার করেছে।
বাংলাদেশে পাসপোর্ট সহ এক ভারতীয় মহিলাকে গ্রেপ্তার করেছে উত্তর ২৪ পরগণার পেট্রাপোল থানার পুলিশ। ধৃত লিপিকা মন্ডল বনগাঁর জয়পুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় বিএসএফ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিলে তার সাত দিনের পুলিশ রিমান্ড হয়।