নানা ধার্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। সকাল থেকেই বেলুড় মঠ সহ রামকৃষ্ণ মঠ ও অন্যান্য শাখা কেন্দ্রে ভিড় জমিয়েছেন ভক্তরা। ১৮৯৭ খ্রিস্টাব্দের পয়লা মে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের ভক্ত বলরাম বসুর উত্তর কলকাতার বাগবাজারের বাড়িতে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন নাম দিয়ে একটি সংঘ প্রতিষ্ঠা করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিক্ষা ও মতাদর্শের প্রচার, সৌহার্দ্য স্থাপন, মানব সেবাই সংঘের মূল লক্ষ্য হয়ে উঠেছিল।
Site Admin | May 1, 2025 12:42 PM
নানা ধার্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে।
