নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস জন্মাষ্টমী পালিত হচ্ছে।
এই উপলক্ষ্যে বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের মন্দিরগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। গৃহস্থের বাড়িতেও জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের পূজার্চনা চলছে। ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে শ্রীকৃষ্ণের পুজো, ভাগবত পাঠ প্রভৃতির মধ্য দিয়ে আজ বেলুড় মঠে শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হচ্ছে।
উত্তর কলকাতার গৌড়ীয় মিশনে এবার ১০৬তম জন্মাষ্টমী উপলক্ষে তিন দিন ব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ গৌড়ীয় মিশনের পক্ষ থেকে নগর সংকীর্তনের আয়োজন করা হয়।
নদীয়ার মায়াপুরে ধর্মীয় আচার মেনে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব।
পাশাপাশি ইসকন কলকাতাতেও উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুদিন ব্যাপী জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে।
উত্তর ২৪ পরগনার কচুয়া ও চাকলা ধামে লোকনাথ বাবার আবির্ভাব দিবস এবং জন্মাষ্টমী উপলক্ষে বিপুল ভক্ত সমাগম লক্ষ্য করা যাচ্ছে।