মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 5, 2025 12:50 PM

printer

নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ গুরু নানকের জন্মজয়ন্তী পালিত হচ্ছে

নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের  ৫৫তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে।  কার্তিক পূর্ণিমা তিথিতে গুরু নানকের জন্মজয়ন্তী পালিত হয়ে থাকে। আজীবন ভ্রাতৃত্ব বোধ ও সদাচরণের পথ অনুসরণের বাণী প্রচার করে গেছেন গুরু নানকজী।

পাঞ্জাবের অমৃতসরে শ্রী হরিমন্দির সাহিব স্বর্ণমন্দির ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে, সকাল থেকেই   স্বর্ণমন্দিরের সরোবরে পবিত্র স্নানের পর প্রণাম জানাচ্ছেন ভক্তরা। এছাড়াও প্রথম গুরু নানক দেব জি-র সঙ্গে সম্পর্কিত পবিত্র জিনিসগুলি আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রী হরিমন্দির সাহিব, শ্রী অকাল তখত সাহিব এবং গুরুদ্বার বাবা অটল রায়ে ভক্তদের জন্য প্রদর্শিত হবে।
সন্ধ্যায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের পর স্বর্ণমন্দিরে দূষণমুক্ত আতশবাজিরও প্রদর্শন করা হবে। রাষ্ট্রপতি এই উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশের সঙ্গে এরাজ্যেও গুরুদুয়ারাগুলি সাজিয়ে তোলা হয়েছে। ভজন ,কীর্তন পরিবেশনার পাশাপাশি আয়োজন করা হয়েছে লঙ্গরের। শিখ ধর্মাবলম্বী মানুষেরা তাঁর স্মরণে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান ও সেবামূলক কাজের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করবেন।