November 26, 2025 9:52 AM

printer

 নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ৭৬-তম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে।

 নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ৭৬-তম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে। এবারের সংবিধান দিবসের মূল ভাবনা হামারা সংবিধান – হামারা স্বভিমান অর্থাৎ, আমাদের সংবিধান-আমাদের গর্ব।  

এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে নতুন দিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং সাংসদরা এতে যোগ দেবেন।

     আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, সংবিধানের প্রিয়াম্বল বা প্রস্তাবনা পাঠ করে রাষ্ট্রপতি অনুষ্ঠানের সূচনা করবেন। এই উপলক্ষে মালায়লাম, মারাঠি, নেপালি, পাঞ্জাবি,  বোরো, কাশ্মীরি, তেলেগু, ওড়িয়া ও অসমীয়া এই নয়টি ভাষায় অনুদিত ভারতের সংবিধান প্রকাশিত হবে। এছাড়া ভারতকি সংবিধান সে কলা ও ক্যালিগ্রাফিক শীর্ষক একটি স্মারক পুস্তিকাও প্রকাশিত হবে।              

সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, ২৬-শে নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, সংবিধান প্রনয়নের ৭৫ বছর অতিবাহিত হওয়ার পরেও এই   দিবসের  তাৎপর্য ব্যাখ্যা করেছেন।

 উল্লেক্ষ্য, ভারতের সংবিধান গৃহীত হওয়ার স্মরণে এই দিনটি   

স্বাধীন ভারতে ১৯৪৯ সালের ২৬-শে নভেম্বর দেশের সংবিধান অনুমোদিত ও গৃহীত হয়। তবে, তা কার্যকর হয়েছিল, ১৯৫০ সালের ২৬-শে জানুয়ারী