নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শ্রীশ্রী মা সারদার ১৭৩ তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে উত্তর কলকাতার বাগ বাজারে সারদা মায়ের বাড়িতে সকাল থেকেই শুরু হয়েছে মঙ্গল আরতি ,বিশেষ পূজা পাঠ, হোম, বৈদিক মন্ত্র উচ্চারণ সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান। মধ্য দিয়ে মা সারদার জন্মতিথি উদযাপিত হবে। সকাল থেকেই সেখানে বহু ভক্ত সমবেত হয়েছেন।
মা সারদার জন্ম ভিটে জয়রাম বাটী মাতৃ মন্দিরে ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। সেখানে ইতোমধ্যেই শুরু হয়েছে সারদা মেলা।
বেলুড় মঠে ও যথচিত ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মা সারদার জন্ম তিথি পালিত হচ্ছে। এছাড়া ও কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মঠ ও মিশনের সব কেন্দ্রে উদযাপিত হবে মা সারদার জন্মতিথি।
দক্ষিণেশ্বরে সারদা মঠে যথোচিত ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে মা সারদার জন্ম তিথি।