নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ স্বাধীনতা সংগ্রামী, জাতীয়তাবাদী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪ তম আত্ম বলিদান দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। বীর বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের নির্দেশে ১৯৩২ সালে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে ১৫ সদস্যের একটি বিপ্লবী দলের নেতৃত্বে প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামে ইউরোপিয়ান ক্লাব দখল করার চেষ্টায় আক্রমণ করেন। সেই আক্রমণে ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েন প্রীতিলতা ওয়াদ্দেদার। ধরা পড়ার পরই বিপ্লবী দলের গোপনীয়তা রক্ষায় আত্মঘাতী হন প্রীতিলতা। এই উপলক্ষ্যে কলকাতা ময়দানে বিপ্লবীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্য মন্ত্রীসভার সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য। নবান্নেও তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। স্বাধীনতা সংগ্রামীর প্রয়াণবার্ষিকীতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে শ্রদ্ধা জানিয়েছেন।