নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্বজুড়ে মাদার টেরেসা র ১১৫ তম জন্মদিন উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মানব দরদী ,আজীবন মানব সেবায় ব্রতী মাদার Teresa কে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হবে।
কলকাতায় মাদার হাউসে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মাত্র ১৮ বছর বয়সে মাদার দুস্থ, অসহায় আর্তে র সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন। মানবসেবা র কাজের স্বীকৃতি স্বরূপ মাদার কে ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। দুস্থ মানুষের সেবায় তিনি কলকাতায় মিশনারিজ করে অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন । ২০১৬ সালে মাদার কে সেন্ট হিসাবে ঘোষণা করা হয়।