নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ স্বাধীনতা সংগ্রামী, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের ১৪১-তম জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, গান্ধীজীর সান্নিধ্য লাভের পর যোগ দেন অসহযোগ আন্দোলনে।
তাঁর জন্মদিন উপলক্ষ্যে আজ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্ম বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং গণ পরিষদে সভাপতিত্ব থেকে দেশের প্রথম রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে ডক্টর প্রসাদ অতুলনীয় সম্মান, আত্মত্যাগ এবং স্বচ্ছতার সঙ্গে দেশের সেবা করেছেন। তাঁর সাহস এবং সরলতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী।
উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণাণও ডক্টর রাজেন্দ্র প্রসাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। স্বাধীনতা আন্দোলনের অন্যতম স্তম্ভ হিসেবে উল্লেখ করে শ্রী রাধাকৃষ্ণাণ, রাজেন্দ্র প্রসাদকে সংবিধান রচয়িতা প্রদর্শক হিসেবেও উল্লেখ করেন।
এদিকে, যথোচিত মর্যাদায় আজ ডক্টর রাজেন্দ্র প্রসাদের ১৪১-তম জন্মদিনে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।