নানা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিন পালিত হচ্ছে। বিজেপি এই উপলক্ষে সারা দেশে সেবা পক্ষ পালন করছে। মহাত্মা গান্ধী ও লালবাহাদূর শাস্ত্রীর জন্মদিন দোসরা অক্টোবর পর্যন্ত এই কর্মসূচী চলবে। এই উপলক্ষে দেশজুড়ে রক্তদান কর্মসূচীরও সূচনা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশিব্নী বৈষ্ণো নতুন দিল্লীর আইটিও-তে রক্তদান করেন। তিনি ডিডি ন্যাশানাল ও ডিডি নিউসের জন্য একগুচ্ছ বিশেষ অনুষ্ঠানেরও সূচনা করেন। এর মধ্যে তিনটি ডকুমেন্টারি ও একটি বিশেষ শো।
নম অ্যাপের স্বেচ্ছাসেবকরা আজ থেকে ১৫ দিনের ডিজিটাল ভলান্টিয়ারিং কর্মসূচীর আয়োজন করেছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি মূর্মূ বলেন, শ্রী মোদীর অসাধারণ নেতৃত্বের মাধ্যমে দেশে মহান লক্ষ্য অর্জনের সংস্কৃতি তৈরী করেছেন। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের কামনা করেছেন তিনি।
উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেছেন, তাঁর দূরদর্শী নেতৃত্বে ভারত বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান উজ্জ্বল করেছে এবং বিকশিত ভারত গঠনের লক্ষ্য অর্জনে এগিয়ে চলেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও প্রধানমন্ত্রী ৭৫ বছরের জন্মদিনে শ্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় শ্রী শাহ, প্রধানমন্ত্রীকে আত্মত্যাগ ও দায়বদ্ধতার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেছেন, দেশের কোটি কোটি মানুষের কাছে তিনি এক অনুপ্রেরণা। নাগরিকদের কল্যাণে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে চলেছেন।
তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো, প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তাঁর অনুপ্রেরণা ও শক্তি, ভারতকে নতুন দিশায় চালিত করেছে। প্রধানমন্ত্রীর প্রদর্শিত পথ অনুসরণ করলে, ভারত সমৃদ্ধির পথে এগিয়ে চলবে এবং ২০৪৭ সালের মধ্যে এক উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।
শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, প্রধানমন্ত্রীকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ভরসাযোগ্য নেতা হিসেবে অভিহিত করেছেন। সাংবাদিকদের আজ তিনি বলেন, শ্রী মোদী, ২৭ টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন, যা সম্ভবত বিশ্বের আর কোনো নেতাই পাননি। প্রধানমন্ত্রীর মতো এমন একজন দূরদর্শী নেতা পাওয়া ১৪০ কোটি ভারতবাসীর কাছে গর্বের বিষয়।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও বিজেপি নেতৃবৃন্দ নরেন্দ্র মোদীর ৭৫-তম জন্মদিন উদ্যাপন উপলক্ষ্যে আজ ইন্ডিয়া গেটে ‘সেবা সংকল্প’ পদযাত্রায় অংশ নেন। পরে শ্রীমতী গুপ্তা সাংবাদিকদের বলেন, আগামী ১৫ দিন ধরে তাঁরা সেবা পক্ষ পালন করবেন। এর আওতায় জাতীয় রাজধানী অঞ্চলে ৭৫ টি প্রকল্প জনগণের উদ্দেশে উৎসর্গ করা হবে। দিল্লির মানুষের জন্য প্রধানমন্ত্রী গত ১১ বছরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মোদীজিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি’ও। এর আওতায় তিনি ‘স্বচ্ছতা হি সেবা’, ‘এক পেড় মা কে নাম’ এবং ‘স্বস্থ নারী-সশক্ত পরিবার’ সহ বিভিন্ন কর্মসূচীতে সামিল হন। পদ্মশ্রী প্রাপক বিশিষ্ট শিল্পী সুদর্শন পট্টনায়ক, পুরীর সমুদ্র সৈকতে এক অসাধারণ শিল্পকলার মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সাড়ে ৭০০ টি পদ্মফুল দিয়ে তিনি প্রধানমন্ত্রীর প্রতিকৃতিকে সুসজ্জিত করেছেন।