নানা অনুষ্ঠানের মধ্যে আজ কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মদিবস পালিত হচ্ছে। প্রতিবছরের মতো “শরৎচন্দ্র জন্মবার্ষিকী উদযাপন কমিটির” উদ্যোগে সামতাবেড়ের বাসভবনে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। মূল অনুষ্ঠানের আগে পাণিত্রাস হাই স্কুলে এই উপলক্ষ্যে অঙ্কন প্রতিযোগিতা, দুপুর দুটো থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে কুইজ প্রতিযোগিতা এবং কথাশিল্পীর গল্পের কাহিনী অবলম্বনে “যেমন খুশি সাজো” প্রতিযোগিতা হবে। বিকেলে সাহিত্যিকের প্রতিকৃতিতে মাল্যদানের পর চলবে সংগীত পরিবেশন, আবৃত্তি ও মনোজ্ঞ আলোচনা।
সবশেষে মঞ্চস্থ হবে শরতচন্দ্র রচিত “মেজদিদি” নাটকটি।