August 9, 2024 12:23 PM

printer

নাগরিকদের মধ্যে দেশপ্রেমের বোধ জাগ্রত করতে ৯ থেকে ১৫ আগস্ট সারা দেশে হর ঘর তিরাঙ্গা অভিযান পালিত হবে। 

নাগরিকদের মধ্যে দেশপ্রেমের বোধ জাগ্রত করতে ৯ থেকে ১৫ আগস্ট সারা দেশে হর ঘর তিরাঙ্গা অভিযান পালিত হবে।  নতুনদিল্লিতে সাংবাদিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময়, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত প্রত্যেক দেশবাসীকে তাদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করার এবং তিরঙ্গার সাথে একটি সেলফি তোলা এবং হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করার আহ্বান জানিয়েছেন। ২০২২সালে আজাদি কা অমৃত মহোৎসবের তত্ত্বাবধানে হর ঘর তেরঙা অভিযান শুরু হয়েছিল। গত বছর দশ কোটিরও বেশি মানুষ ত্রিবর্ণ রঞ্জিত পতাকার সঙ্গে সেলফি তুলে আপলোড করেছেন। শ্রী শেখাওয়াত বলেন, সারা দেশে এই উপলক্ষ্যে  দুশোর বেশী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ১৩ই আগস্ট সাংসদ ও মন্ত্রীরা ত্রিবর্ণা বাইক র‌্যালি বের করবেন।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।