নাইজেরিয়ার কিংবদন্তি গোলরক্ষক পিটার রুফাই প্রয়াত। বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন।লেগোসে নিজেরবাড়ীতে গতকাল তাঁর জীবনাবসান হয়। নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে পিটারেরমৃত্যুর সংবাদ জানানো হয়েছে। পিটার ১৯৯৪ সালে আফ্রিকান কাপ চ্যাম্পিয়নদলের সদস্য ছিলেন। ১৯৯৪ ও ৯৮ সালে বিশ্বকাপ খেলেছেন। দেশের জার্সিতে খেলেছেন ৬৫টি ম্যাচ। পিটার রুফাইবেলজিয়াম, নেদারল্যান্ডস,পর্তুগাল, স্পেনের ক্লাবে খেলেছেন।দিয়োগো জোটার মৃত্যুর পরদিন রুফাইয়ের মৃত্যুতে ক্রীড়া মহল শোকস্তব্ধ।
Site Admin | July 4, 2025 9:51 PM
নাইজেরিয়ার কিংবদন্তি গোলরক্ষক পিটার রুফাই প্রয়াত
 
		