মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 9, 2024 10:39 AM

printer

নাইজেরিয়ায়, নাইজারের ব্যস্ত মহাসড়কে একটি জ্বালানী বোঝাই ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে।

নাইজেরিয়ায়নাইজারের ব্যস্ত মহাসড়কে একটি জ্বালানী বোঝাই ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধানআবদুল্লাহ বাবা-আরাহ সাংবাদিকদের বলেনবিদা-আগাই-লাপাই মহাসড়কের পাশে গবাদি পশু বোঝাই একটি ট্রাকের সঙ্গে ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়যার ফলে ট্যাঙ্কারটিতে আগুন লেগে সেটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে থাকা দুটি যানবাহনে আগুন লাগে।  বাবা-আরাহ বলেনআটকে থাকা গাড়িগুলিতে আটচল্লিশ জন প্রাণ হারিয়েছেন। অন্তত ৫০টি গবাদি পশু মারা গেছে। যানবাহনে আটকে থাকা আরও নিহতদের মৃতদেহ উদ্ধারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।