নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO ), র সদস্যরা ২০৩৫ সালের মধ্যে তাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয় তাদের বার্ষিক উৎপাদন (GDP)র পাঁচ শতাংশে উন্নীত করতে সহমত হয়েছে । দ্য হেগে অনুষ্ঠিত NATO র শিখর সম্মেলনের ঘোষণাপত্রে প্রতি বছর অন্তত পক্ষে GDP র সাড়ে তিন শতাংশ বিনিয়োগ করবে বলে জানিয়েছে। শিখর সম্মেলনে NATO র প্রধান রুট বলেছেন, চলতি বছর ইউক্রেনের সামরিক সাহায্যের জন্য বরাদ্দ অর্থ গত বছরের ৫৮ বিলিয়ন ডলারকেও ছাড়িয়ে যেতে পারে। তিনি অন্য একটি প্রসঙ্গে বলেন ইউরোপ এবং কানাডার NATO র জোটে আরো বেশি অবদান রাখার প্রয়োজনীয়তা আছে। পারিপার্শিক পরিস্থিতির প্রেক্ষাপটে NATO র প্রতিরক্ষা ব্যবস্থার সম্প্রসারণ আরো জরুরি বলে তিনি মন্তব্য করেন।
Site Admin | June 25, 2025 10:50 PM
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন’এর শিখর সম্মেলনে সদস্য দেশগুলি প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
