নরেন্দ্র মোদী সরকারের আমলে গত ১০ বছরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। গুজরাটের মেহসানা জেলার গোজারিয়াতে কেকে প্যাটেল এবং মধুবেন কে প্যাটেল নার্সিং কলেজের নব নির্মিত ভবনের উদ্বোধন করে শ্রী শাহ বলেন, আশেপাশের গ্রামের অনেক দরিদ্র রোগী এর ফলে উপকৃত হবেন। দেশের ৬০ কোটি নাগরিক প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নিচ্ছেন। গত ১০ বছরে, এইমসের সংখ্যা সাত থেকে বেড়ে ২৩ হয়েছে।
এর আগে শ্রী শাহ প্রাথমিক কৃষি ঋণ সমিতি-PACS গুলির অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য একটি নতুন নীতির কথা ঘোষণা করেন। গুজরাতের আহমেদাবাদের সায়েন্স সিটিতে রাজ্য সমবায় ইউনিয়ন আয়োজিত এক সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, দেশের সমবায় পরিকাঠামোগুলিকে শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ২০২৯ সালের মধ্যে দেশের প্রতিটি পঞ্চায়েতে একটি করে PACS প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে বলে তিনি জানান।