নদীয়া ও মুর্শিদাবাদে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী SIR-এর অগ্রগতি খতিয়ে দেখেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। নদীয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক ভবনের বৈঠকে চার সদস্যের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভারতের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল প্রমুখ।পরে সাংবাদিকদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, জেলার SIR-এর কাজ ভাল হয়েছে। সমস্ত ফর্ম বিলি করা হয়েছে।
এরপর তারা মুর্শিদাবাদের বহরমপুরে যান। সেখানে মুর্শিদাবাদের জেলা প্রশাসন, জেলার ই আর ও, এ ই আর ও দের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক চলে প্রায় ৪ ঘন্টা। বৈঠক শেষে মুর্শিদাবাদের বিজেপি নেতৃত্ব প্রতিনিধিদের সঙ্গেদেখা করেন। তাদের অভিযোগ মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন চর এলাকা ও গ্রাম গুলিতে দু লক্ষের বেশী বাংলাদেশী নাগরিক ভারতীয় পরিচয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। এসংক্রান্ত একটি লিখিত অভিযোগ এবং নাম চিহ্নিত করা ভোটার তালিকা সিনিয়র উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের হাতে তারা তুলে দেন। দলের সকলে আজ বহরমপুরেই রাত্রীবাস করবেন।