September 20, 2025 9:54 AM

printer

নদীয়ার মোহনপুরের বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল “কৃষিতে স্থায়িত্ব, উৎপাদনশীলতা ও সবুজ বৃদ্ধি” শীর্ষক জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়।

নদীয়ার মোহনপুরের বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল “কৃষিতে স্থায়িত্ব, উৎপাদনশীলতা ও সবুজ বৃদ্ধি” শীর্ষক জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের অমৃত ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন হয়। নতুন দিল্লীর আইপিএল ফাউন্ডেশনের সহযোগিতায় এই সম্মেলনে কৃষি বিশেষজ্ঞরা স্থায়ী কৃষি, জলবায়ু পরিবর্তন, অভিযোজন এবং সম্পদ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
উপাচার্য ড. অশোক কে. পাত্র কৃষিতে পটাশিয়ামের গুরুত্ব এবং সবুজ ভবিষ্যতের জন্য ছাত্রদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান দুই দিনের এই কর্মসূচিতে।