December 20, 2025 9:21 PM

printer

নদীয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাবার পথে তাহেরপুর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। 

নদীয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাবার পথে তাহেরপুর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। রেল সূত্রে খবর, তাহেরপুর এবং বাদকুল্লার মাঝখানে বিজেপি সমর্থকরা  রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রামপ্রসাদ ঘোষ, মুক্তিপদ সূত্রধর ও গোপিনাথ দাসের। তিনজনেরই বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কয়েকজন। আহত একজনকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।

প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী রেল দুর্ঘটনায় মৃত বিজেপি কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভার্চুয়াল মাধ্যমে বার্তায় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে সবাই আছে বলে আশ্বাস দেন।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।