নদীয়ার কালীগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত চতুর্থ শ্রেনীর ছাত্রী তামান্না খাতুনের দেহ আজ সন্ধ্যায় সমাহিত করা হয়েছে। শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর তার দেহ মুলান্দি গ্রামে নিয়ে যাওয়া হলে কান্নায় ভেঙে পড়েন মা বাবা সহ গোটা গ্রাম। এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের আজ আদালতে তোলা হলে আদর শেখ ও মনোয়ার শেখের ছয় দিনের পুলিশ হেফাজত এবং কালু শেখ ও আনোয়ার শেখের জেল হেফাজত হয়েছে।
মর্মান্তিক এই ঘটনায় ক্ষোভ দানা বেঁধেছে সর্বস্তরে। যুব কংগ্রেস কর্মী-সমর্থকরা আজ কলকাতার বিধাননগরে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
শিলিগুড়ির সফদর হাশমি চক থেকে দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আজ প্রতিবাদ মিছিল বের হয়।