নদীয়ার কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের প্রচার আজ বিকেলে শেষ হচ্ছে।
আগামী ১৯-শে জুনের ভোট গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলেছে।
এদিকে, উপ-নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গতকাল এক পর্যালোচনা বৈঠক করেন। কালিগঞ্জে বিডিও অফিসের কনফারেন্স হলে ওই বৈঠকে সবকটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়। পরে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ভোটদাতাদের সুবিধার্থে সবরকমের পদক্ষেপ নেওয়া হয়েছে।