নদীয়ার মায়াপুর ইসকনে আজ থেকে শুরু হয়েছে ঝুলন যাত্রা উৎসব। এ উপলক্ষে পার্শ্ববর্তী একাধিক জেলা ও দেশ-বিদেশের হাজার হাজার পূর্ণার্থীর সমবেত হয়েছে মায়াপুরে। ফুলে ফুলে সজ্জিত বিশাল দোলনায় রাধা মাধবকে চাপিয়ে দেওয়া হয় দোল। যা দেখবার মত। গোটা মন্ডপটি আলোক মালায় সেজে ওঠেছে। পুণ্যার্থীরা রাধামাধবকে দোল দিয়ে ভজন কীর্তনে মেতে ওঠেন। উৎসব চলবে আগামী পাঁচ দিনব্যাপী।
এদিকে, ঝুলন উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ।