নদীভিত্তিক পর্যটন এবং কলকাতা বন্দরের অব্যবহৃত জমি পর্যটনের কাজে ব্যবহার করতে রাজ্য সরকার এবং শ্যামাপ্রসাদ বন্দর কর্তৃপক্ষ হাতে হাত মিলিয়ে কাজ করবে বলে পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন। কলকাতায় আজ বণিক সভা মার্চেন্ট চেম্বার অফ কমার্স আয়োজিত ট্যুরিজম কনক্লেভে অংশ নিয়ে তিনি বলেন, কলকাতাকে কেন্দ্র করে নদীভিত্তিক পর্যটনে বিকাশে মুখ্যমন্ত্রী যথেষ্ট উৎসাহী। এই বিষয়টি নিয়ে কলকাতা বন্দরের সঙ্গে আলোচনা নির্দেশ দিয়েছেন।
ওই সম্মেলনে কলকাতা বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রমন জানান, কলকাতাকে কেন্দ্র করে শীঘ্রই বিশ্বমানের রিভার ক্রুজ টার্মিনাল প্রকল্প নিয়ে আসা হচ্ছে।
বন্দর কর্তৃপক্ষ দুটি অ্যাক্টিভিটি সেন্টার তৈরি করবে। হাওড়া ব্রিজে ডায়নামিক লাইটিং প্রজেক্টের ব্যবস্থা করা হচ্ছে। কেএমডিএর সঙ্গে যৌথ উদ্যোগে মিলেনিয়াম পার্ক-৩ তৈরি করা হচ্ছে। রাজ্য সরকারের স্মার্ট সিটি প্রকল্পে অবদান রাখতে কলকাতা বন্দর এমন টার্মিনাল তৈরি করছে যা শহরের হোটেলের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে। রাজ্যের স্বরাষ্ট্র ও পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী জানান, রাজ্য সরকারের হোম স্টে উৎসাহ নীতির সুযোগ নিয়ে একাধিক পর্যটন কেন্দ্রে বহু হোমস্টে গড়ে উঠেছে।