July 8, 2025 1:50 PM

printer

নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন যোগ্য চাকরীপ্রার্থীদের একাংশ

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্য শিক্ষা দপ্তরের জারি করা নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন যোগ্য চাকরীপ্রার্থীদের একাংশ।

এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গিল বেঞ্চে চারটি দাবি জানিয়ে তারা আবেদন করেছিলেন। তার মধ্যে বিচারপতি সৌগত ভট্টাচার্য্য গতকাল নির্দেশ দেন, অযোগ্য প্রার্থীরা নতুন করে পরীক্ষায় বসতে পারবেন না। তবে নতুন রুল জারি করে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি বাতিল, যোগ্যদের বয়স ছাড় এবং অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার বিষয়টি খারিজ করার দাবিগুলিতে লিঙ্গল বেঞ্চ কোনো নির্দেশ দেয়নি। এর প্রেক্ষিতেই ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী ফিরদৌজ শামিম, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে আগামীকাল মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।