নতুন দিল্লীর ভারত মন্ডপমে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ প্রথম বিমস্টেক চিরায়ত সঙ্গীত উত্সবের উদ্বোধন করবেন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস আয়োজিত এই সঙ্গীত সন্ধ্যায় ভারত ছাড়াও বাংলাদেশ, ভুটান, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড থেকে শিল্পীরা যোগ দেবেন। সপ্তসুর – সাত দেশ এক সুর শীর্ষক এই উত্সবে প্রবেশ অবাধ। তবে দর্শকদের সন্ধ্যা ৬ টার মধ্যে আসন গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।
Site Admin | August 4, 2025 9:07 AM
নতুন দিল্লীর ভারত মন্ডপমে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ প্রথম বিমস্টেক চিরায়ত সঙ্গীত উৎসবের।
