December 22, 2025 9:53 PM

printer

নতুন দিল্লীতে বাংলাদেশ হাই কমিশন,  ভিসা মঞ্জুর সহ দূতাবাসের সমস্ত কাজকর্ম আপাতত স্থগিত রেখেছে

নতুন দিল্লীতে বাংলাদেশ হাই কমিশন,  ভিসা মঞ্জুর সহ দূতাবাসের সমস্ত কাজকর্ম আপাতত স্থগিত রেখেছে। অনিবার্য কারণে এই সিদ্ধান্ত বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ বিদেশ মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

বাংলাদেশের অগ্রণী দৈনিক The Business Standard,আজ এ কথা জানিয়েছে।     

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।