কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহ আজ নতুন দিল্লীর অটল অক্ষয় উড়জা ভবনে জাতীয় সমবায় নীতি ২০২৫-এর ঘোষণা করবেন। সমবায় ক্ষেত্রে বৃহত্ সংস্কারের লক্ষ্যেই এই নীতি তৈরি হয়েছে, যা আগামী দু দশক ভারতের সমবায় আন্দোলনকে পথ দেখাবে। সমবায় মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী নতুন নীতিটি সমবায় ক্ষেত্রের আধুনিকীকরণ এবং সহকার সে সমৃদ্ধি বা সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধির লক্ষ্যের সঙ্গে সামঞ্জ্য রেখে তৈরি করা হয়েছে। ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে এই নীতি বিশেষ গুরুত্বপূর্ণ। সমবায় প্রতিষ্ঠানগুলির অন্তর্ভুক্তি, পেশাদারিত্ব, ভবিষ্যত্ রূপরেখা প্রস্তুত নতুন এই নীতির লক্ষ্য।
Site Admin | July 24, 2025 1:19 PM
নতুন দিল্লীতে আজ জাতীয় সমবায় নীতি ২০২৫-এর ঘোষণা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
