নতুন দিল্লীতে আজ কেন্দ্রের সঙ্গে লাদাখের প্রতিনিধিদের আলোচনা পুনরায় শুরু হবে। ২৪ শে সেপ্টেম্বর, লেহতে হিংসার পর এই প্রথম দুপক্ষের মধ্যে বৈঠক হবে। ওই হিংসার প্রেক্ষিতে এর আগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের নেতৃত্বে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সঙ্গে প্রস্তাবিত বৈঠক বাতিল হয়ে গিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রকের আমন্ত্রণে লেহ-র সর্বোচ্চ পর্ষদের প্রধান, সাংসদ থুপস্তান ছেওয়াং এর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল আজ মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, ষষ্ঠ তপশিলে লাদাখের অন্তর্ভুক্ত সহ রাজ্যের তকমা এবং অন্যান্য দাবী ওই প্রতিনিধিদল মন্ত্রকের সামনে পেশ করতে পারেন বলে মনে করা হচ্ছে।
 
									