মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 3, 2024 9:40 PM

printer

নতুন দিল্লীতে আকাশবাণী সঙ্গীত সম্মেলন ২০২৪ এর আসর বসেছে।

নতুন দিল্লীতে আকাশবাণী সঙ্গীত সম্মেলন ২০২৪ এর আসর বসেছে। দু দিনের এই সঙ্গীত সম্মেলনে আকাশবাণীর রঙ্গ ভবনে আজ বাঁশির সুরে শ্রোতাদের মন জয় করেছেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ পন্ডিত রাজেন্দ্র প্রসন্ন। সঙ্গীত পরিবেশন করেন পন্ডিত জয়তীর্থ মেভুন্দি। পন্ডিত বিশ্ব মোহন ভাট, পন্ডিত সলিল ভাট, পন্ডিত সাজন মিশ্র এবং সারাংশ মিশ্রের মতো শিল্পীরা আগামীকাল সঙ্গীত পরিবেশন করবেন। দিল্লি ছাড়াও, হায়দ্রাবাদ, পাটনা, জম্মু, শিলং, ইম্ফল, কটক, ব্যাঙ্গালুরু, ভোপাল, চেন্নাই ও রাঁচির মতো শহরগুলিতেও ভিন্ন ভিন্ন দিনে আকাশবাণী সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হচ্ছে।