মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 14, 2025 10:39 AM

printer

নতুন দিল্লির যশোভূমিতে রোটারি তেজাস – উইংস অফ চেঞ্জ ইভেন্টের আজ উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণণ।

নতুন দিল্লির যশোভূমিতে রোটারি তেজাস – উইংস অফ চেঞ্জ ইভেন্টের আজ উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণণ। ১৪০০ রোটারি ক্লাবের সদস্য, ইনফ্লুয়েন্সার এবং অন্যান্য অতিথিরা তিন দিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য ১৪ লক্ষেরও বেশি পেশাদার এবং বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী নেটওয়ার্ক রয়েছে রোটারির। গোটা বিশ্বজুড়ে বিভিন্ন মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় যারা দক্ষ। পাশাপাশি ভারতে রোটারির ৬৭০০ ক্লাবের ২ লক্ষ ১০ হাজারেরও বেশি সদস্য রয়েছে, যারা দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য সেবামূলক প্রকল্পে সক্রিয়ভাবে নিযুক্ত রয়েছে।