December 28, 2025 9:37 PM

printer

নতুন দিল্লির মুখ্য কার্যালয় ইম্দিরা ভবনে জাতীয় কংগ্রেস আজ তাদের ১৪০-তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে

নতুন দিল্লির মুখ্য কার্যালয় ইম্দিরা ভবনে জাতীয় কংগ্রেস আজ তাদের ১৪০-তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে।দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে দলীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন সোনিয়াগন্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রমুখ।

এদিকে, বিজেপি আজ কংগ্রেসের সমালোচনা করে বলেছে, তাদের ভিত্তি এখন খুবই দুর্বল। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, কংগ্রেস নেতারাই এখন দল সম্পর্কে নানা প্রশ্ন তুলছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।