নতুন দিল্লীর ভারত মণ্ডপমে ‘বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬’-এর দ্বিতীয় পর্ব আজ শুরু হচ্ছে। চলবে এ মাসের ১২ তারিখ পর্যন্ত । কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া গতকাল নতুনদিল্লিতে সংবাদমাধ্যমকে একথা বলেন। মন্ত্রী জানান, আগামীকাল শনিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমাসের ১২ তারিখে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দেশ ও বিদেশের আড়াই হাজারেরও বেশি তরুণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
তিনি জানান, ইসরোর নভোশ্চর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত নায়ার অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করবেন।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর একটি ফায়ারসাইড আলোচনায় অংশ নেবেন। তিনি আরও বলেন, এই সংলাপে পুলেলা গোপীচাঁদ, লিয়েন্ডার পেজ , পালকি শর্মা, কৈবল্য ভোহরা, শিবব্রত দাস এবং আনন্দ কুমারসহ বিশিষ্ট বিশেষজ্ঞ, পদ্ম পুরস্কারপ্রাপ্ত এবং তরুণ সাংসদ ও বিধায়করাও অংশগ্রহণ করবেন।