নতুন দিল্লির ভারত মন্ডপম-এ আন্তর্জাতিক সৌর জোটের অষ্টম অধিবেশনের আজ সূচনা হচ্ছে। চারদিন ব্যাপী এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বিশ্বের ১২৪ টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ৪০ জনের’ও বেশী মন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন।
এই অধিবেশনের মূল লক্ষ্য হল- বিশ্ব সম্প্রদায়কে একত্রিত করে সৌর শক্তির গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি, এ বিষয়ে অংশীদারিত্বকে আরো দৃঢ় করা এবং উজ্জ্বল ও সুস্থায়ী ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যাওয়া। ভারত লক্ষ্য মাত্রার পাঁচ বছর আগেই অজীবাশ্ব জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ৫০ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ করেছে।