নতুন দিল্লির তুঘলকাবাদে ডক্টর করনি সিং শুটিং রেঞ্জে ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ আজ থেকে শুরু হচ্ছে। চলবে দোসরা অক্টোবর পর্যন্ত। রাইফেল, পিস্তল, শটগান সহ বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবারের প্রতিযোগিতায় ১৫টি অলিম্পিকে যোগ্যতা অর্জনের ইভেন্ট থাকছে।
প্রতিযোগিতায় ১৮টি দেশ থেকে ২০৮ জন তরুণ শ্যুটার অংশ নেবেন। আয়োজক দেশ ভারতের দলে রয়েছেন ৬৯ জন খেলোয়াড়। অন্যান্য অংশগ্রহণকারী দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, চেক প্রজাতন্ত্র, ইরান, ক্রোয়েশিয়া, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহী, স্লোভাকিয়া, কাতার, ওমান, স্পেন, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, সাইপ্রাস, নিউজিল্যান্ড, সৌদি আরব। ৪০ জন খেলোয়াড় কোনও দেশের পতাকা ছাড়াই নিরপেক্ষ হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নেবেন।