January 13, 2026 12:24 PM

printer

নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে ব্যাডমিন্টনে ইন্ডিয়া ওপেন ২০২৬ টুর্নামেন্ট।

নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে ব্যাডমিন্টনে ইন্ডিয়া ওপেন ২০২৬ টুর্নামেন্ট। দু’বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুর নেতৃত্বে নামবে ভারত। সিন্ধুর সঙ্গে মহিলাদের সিঙ্গলসে খেলবেন মালবিকা বানসোদ এবং তানভি শর্মা। মহিলাদের ডাবলসে খেলবেন তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ জুটি।

পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন এবং আয়ুশ শেঠি উদ্বোধনী রাউন্ডে পরস্পরের মুখোমুখি হবেন। অংশ নেবেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকজয়ী কিদাম্বি শ্রীকান্ত এবং এইচএস প্রণয়ও।

পুরুষদের ডাবলসে, বিশ্বের ৩ নম্বর জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টিও নামবেন। মিক্সড ডাবলসে, প্যারিস ২০২৪ অলিম্পিয়ান তানিশা ক্রাস্টো এবং ধ্রুব কপিলা টুর্নামেন্টে ভারতের শীর্ষ জুটি হয়ে নামবেন।