মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 23, 2025 8:09 AM

printer

নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশানাল ইন্সটিটিউট ফোর ডেমোক্রাসি আণ্ড ইলেক্ট্রলার ম্যানেজমেন্টে নির্বাচন কমিশনের ডাকা মুখ্য নির্বাচনী আধিকারিক- সি ই ও দের দু দিনের সম্মেলন চলছে।

নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশানাল ইন্সটিটিউট ফোর ডেমোক্রাসি আণ্ড ইলেক্ট্রলার ম্যানেজমেন্টে নির্বাচন কমিশনের ডাকা মুখ্য নির্বাচনী আধিকারিক- সি ই ও দের দু দিনের সম্মেলন চলছে। দেশব্যাপী বিশেষ নিবিড় সংশোধন- এস  আই আর রূপায়নের জন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সি ই ও দের দপ্তরের প্রস্তুতি খতিয়ে দেখা হয়। সম্মেলনে সভাপতিত্ব করছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশীও সম্মেলনে উপস্থিত আছেন।

গত মাসে আয়োজিত এস আই আর প্রস্তুতি বৈঠকের পর দুদিনের এই সম্মেলনে সেই বিষয় নিয়েই আলোচনা চলছে। দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সর্বশেষ সম্পন্ন এস আই আর অনুসারে নির্বাচকদের সংখ্যা, শেষ এস আই আরের যোগ্যতার তারিখ এবং ভোটার তালিকা সম্পর্কে বিস্তারিত বিবরণ জমা করেছে। কমিশন জেলা নির্বাচন আধিকারিক, নির্বাচনী নিবন্ধন আধিকারিক, সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক, বুথ স্তরের আধিকারিক এবং বুথ স্তরের এজেন্টদের নিয়োগ এবং প্রশিক্ষণের অবস্থাও পর্যালোচনা করা হচ্ছে।