নতুন দিল্লিতে ৫৩-তম বিশ্ব বইমেলা আজ সন্ধ্যায় শেষ হয়েছে। ন্যাশনাল বুক ট্রাস্ট আয়োজিত নয় দিনব্যাপী এই মেলায় ৩৫-টিরও বেশি দেশ থেকে সহস্রাধিক প্রকাশক অংশগ্রহণ করেন। বিভিন্ন দেশের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিকে এক ছাদের নিচে নিয়ে এসে এই মেলা নানা বয়সের পাঠকদের আকৃষ্ট করেছে।
এই বছরের মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল ভারতের সামরিক ইতিহাস সংক্রান্ত একটি বিশেষ প্রদর্শনী – Indian Military History – Valour and Wisdom @75। এতে সশস্ত্র বাহিনীর গৌরবময় অবদান তুলে ধরে ৫০০টিরও বেশি বই প্রদর্শন করা হয়। বইমেলায় কোনও প্রবেশ মূল্য এবারে না রাখায় উচ্ছ্বাস ব্যক্ত করেন অনেকেই। জাতীয় স্তোত্র বন্দে মাতরম রচনার সার্ধশতবর্ষ এবং ভারতরত্ন সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষেও এবারের বইমেলায় বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।