নতুন দিল্লিতে “খেলো ইন্ডিয়া প্যারা গেমস’-এর সপ্তম দিনে ভারোত্তোলনে ১০৭ কেজি বিভাগে দীনেশ বাগাদে- সোনা, দীব্যেশ লাদানি- রুপো এবং যোগিন্দর সিংহ- ব্রোঞ্জ জিতেছেন। ৮৬ কেজি বিভাগে, অরুনমোলি অরুনাগিরি- সোনা, প্রভাবেন শিয়াল- রুপো, এবং শামীমবেন ভোরা- ব্রোঞ্জ পদক জয় করেছেন।
অন্যদিকে, টেবিল টেনিসে কাজল মাখওয়ানা সেমিফাইলে পৌঁছেছেন। তিনি বলেছেন, প্রতিযোগিতা ক্রমেই কঠিন হচ্ছে।
আরেক প্রতিদ্বন্দ্বী চাওদা শামীম এই প্রতিযোগিতা আয়োজনের প্রশংসা করে বলেছেন, প্রত্যেক খেলোয়াড় জেতার আপ্রাণ চেষ্টা করছেন।
Site Admin | March 26, 2025 5:33 PM
নতুন দিল্লিতে “খেলো ইন্ডিয়া প্যারা গেমস’-এর সপ্তম দিনে ভারোত্তোলনে ১০৭ কেজি বিভাগে দীনেশ বাগাদে- সোনা, দীব্যেশ লাদানি- রুপো এবং যোগিন্দর সিংহ- ব্রোঞ্জ জিতেছেন।
