নতুন দিল্লিতে আজ জাতীয় দুগ্ধ দিবস উপলক্ষে জাতীয় গোপাল রত্ন পুরষ্কার ২০২৫ প্রদান করা হবে। এই অনুষ্ঠানে, মৎস্য, পশুপালন ও দুগ্ধ বিষয়ক মন্ত্রী রাজীব রাজন সিং পশুপালন ও দুগ্ধ ক্ষেত্রকে শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা করবেন । যার মধ্যে রয়েছে ব্রিড মাল্টিপ্লিকেশন ফার্মের উদ্বোধন, ভারতে পশুচিকিৎসা পরিকাঠামোর ন্যূনতম প্রয়োজনীয়তার জন্য নির্দেশিকা চালু করা এবং নীতি পরিকল্পনার জন্য আপডেটেড এবং বিস্তৃত তথ্য সরবরাহের জন্য মৌলিক পশুপালন পরিসংখ্যান ২০২৫ চালু করা। মন্ত্রক জানিয়েছে এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হবে কেন্দ্রীয় মন্ত্রী কর্তৃক মোহালি মিল্ক ইউনিয়ন মিল্ক ফেডারেশনের ২০টি জাতীয় দুগ্ধ উন্নয়ন কর্মসূচির সহায়তায় দুধের ট্যাঙ্কার চালু করা। আরও বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি দুগ্ধ সরবরাহ শৃঙ্খলের পরিকাঠামো উন্নত করবে এবং কৃষক ও গ্রাহকদের উন্নত পরিষেবা সরবরাহের সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের প্রতিশ্রুতি কার্যকর করবে।
Site Admin | November 26, 2025 7:52 AM
নতুন দিল্লিতে আজ জাতীয় দুগ্ধ দিবস উপলক্ষে জাতীয় গোপাল রত্ন পুরষ্কার ২০২৫ প্রদান করা হবে।