নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের ক্রীড়াবিদদের সাফল্যের পর, দেশের পদকজয়ী অ্যাথ লিটদের সংবর্ধনা দেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া। এই উপলক্ষে এক ভাষণে তিনি বলেন, অ্যাথলিটদের অধ্যাবসায়, সংগ্রাম আর সাফল্য দেশবাসীর কাছে অনুপ্রেরণা স্বরূপ। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কাছে ও তা দৃষ্টান্ত হয়ে থাকবে। এছাড়াও তিনি বলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী যে নতুন ভারতের স্বপ্ন দেখেছিলেন তা প্যারা অ্যাথলিটদের সফলতার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে।
চ্যাম্পিয়নশিপে ভারত ৬টি সোনা, ৯টি রুপো ও ৭টি ব্রোঞ্জ সহ মোট ২২টি পদক জিতেছে । পদক তালিকায় ভারত ১০ম স্থানে ছিল। নতুন ভারতের আত্মবিশ্বাস ও সংকল্পের প্রতিচ্ছবি এই ক্রীড়াবিদেরা।