April 17, 2025 10:10 PM

printer

নতুন আয়কর বিল ২০২৫ নিয়ে সংসদের সিলেক্ট কমিটি আজ সংসদ ভবনে বৈঠকে বসে।

নতুন আয়কর বিল ২০২৫ নিয়ে সংসদের সিলেক্ট কমিটি আজ সংসদ ভবনে বৈঠকে বসে। ৩১ সদস্যের এই প্যানেলের শীর্ষে রয়েছে বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডা। সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই এই কমিটি তাদের রিপোর্ট পেশ করবে।

উল্লেখ্য, আয়কর আইনে সংশোধন ও নিবিড় করাই আয়কর বিল ২০২৫ – এর মূল লক্ষ্য। বাজেট অধিবেশনের প্রথম পর্বেই লোকসভায় বিলটি আনা হয়েছিল। পরে এ সংক্রান্ত খসড়া আইনটি সিলেক্ট কমিটিতে পাঠানো হয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।