ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শুধুমাত্র একটি দলই কেনো সভা করার অনুমতি পাবে, তা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাই সভা নিয়ে দায়ের হওয়া মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই সভা নিয়ে বেশ কিছু শর্ত আরোপের ইঙ্গিত দিয়েছেন। পরের বছর কর্মসূচীর জন্য বিকল্প জায়গার খোঁজ করতে বলেন তিনি। ২১শে জুলাই-এর কর্মসূচীর জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত যে সকল বিজ্ঞপ্তি পুলিশ দিয়েছে, তা’ আগামীকাল আদালতে পেশ করতে বলেছেন বিচারপতি। পাশাপাশি জানাতে হবে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে রাজ্যের আপত্তির দিকটি।
আগামীকালই এই মামলার পরবর্তী শুনানি।