December 15, 2025 12:12 PM

printer

ধরমশালায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে

ধর্মশালায় গতকাল  টি ২০ ক্রিকেটে গতকাল পাঁচ ম্যাচের  সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে । দক্ষিণ আফ্রিকার নির্ধারিত 118 রানের লক্ষ্য তাড়া করে ভারত 15.5 ওভারে তিন উইকেটে 120 রান করে। অভিষেক শর্মা 35 রান নিয়ে সর্বোচ্চ রান করেন এবং তিলক ভার্মা 25 রান নিয়ে অপরাজিত ছিলেন।  প্রথমে ব্যাট করে  দক্ষিণ আফ্রিকা নির্ধারিত 20 ওভারে 117 রানে অল আউট হয়ে যায়। সিরিজের চতুর্থ ম্যাচটি বুধবার লখনউতে এবং শেষ ম্যাচটি শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।