দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক ঘোষণার পর ভারত পরিস্থিতির দিকে নজর রাখছে। এক বিবৃতিতে বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে যে, এই শুল্ক ঘোষণার প্রভাব খতিয়ে দেখছে সরকার। জাতীয় স্বার্থ রক্ষায় সরকার সব ধরনের পদক্ষেপ করবে বলেও জানানো হয়েছে। মন্ত্রক বলেছে, একটি স্বচ্ছ, ভারসাম্য রক্ষাকারী এবং পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য ভারত এবং আমেরিকা একাধিকবার আলাপ আলোচনা চালিয়েছে। সরকার দেশের কৃষিজীবী, শিল্পোদ্যোগী এবং ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বার্থ রক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে বাণিজ্য মন্ত্রক জানিয়েছে।
এদিকে, দেশের সবথেকে বড় বণিক মহাসংঘ ফিকি আগামী পয়লা আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর আমেরিকার সিদ্ধান্তের হতাশা ব্যক্ত করেছে। ফিকির প্রেসিডেন্ট হর্ষবর্ধন আগারওয়াল বলেন, এই পদক্ষেপ অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ, যা দেশের রপ্তানির ওপর স্পষ্ট প্রভাব ফেলবে।