January 19, 2026 7:43 PM

printer

দ্বাদশ শিশু চলচ্চিত্র উৎসব শুরু হবে এ মাসের ২৩ তারিখে।

দ্বাদশ শিশু চলচ্চিত্র উৎসব শুরু হবে এ মাসের ২৩ তারিখে। আয়োজক শিশু কিশোর একাডেমী ও রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর।

নন্দন ১,২,৩, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ সহ আটটি প্রেক্ষাগৃহে ৩২ টি দেশের ১৮০টি চলচ্চিত্র এবার প্রদর্শিত হবে। উদ্বোধনী ছবি সত্যজিৎ রায় পরিচালিত সোনার কেল্লা। শতবার্ষিকী সম্মাননা জানানো হবে সলীল চৌধুরী, সন্তোষ দত্ত ও তৃপ্তি মিত্র কে। চলচ্চিত্র বিষয়ক কর্মশালায় মোবাইলে ছোটদের তৈরি ৩২ টি ছবি এবারের উৎসবের অন্যতম আকর্ষণ। সপ্তাহব্যাপী এই উৎসব শেষ হবে এ মাসের ২৯ তারিখ, সৌকর্য ঘোষালের পক্ষীরাজের ডিম চলচ্চিত্রের মাধ্যমে।

আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে শিশু কিশোর একাডেমীর সভাপতি নাট্য অভিনেতা পরিচালক অর্পিতা ঘোষ বলেন, ফেলুদার ৬০ বছর উপলক্ষে ১২টি ছবি আলাদা বিভাগে রাখা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।