January 23, 2026 9:44 PM

printer

দ্বাদশ কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আজ শুরু হয়েছে

শুরু হলো দ্বাদশ কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। এবারের মূল ভাবনা ট্রেসার হান্ট অর্থাৎ বাংলার সংস্কৃতি সম্পদের অন্বেষণ।

নয়ন রহস্য খ্যাত শিশু শিল্পী অভিনব বড়ুয়া নন্দন এক এ আজ প্রদীপ প্রজ্বলন করে এই উৎসবের সূচনা করেন। উদ্বোধনী সিনেমা সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি সোনার কেল্লা।

শিশু কিশোর একাডেমীর সভাপতি অর্পিতা ঘোষ বলেন, নতুন প্রজন্মের মধ্যে বাংলার ধারাবাহিক সাংস্কৃতিক ঐতিহ্য কে পৌঁছে দিতে এই উৎসবের আয়োজন । অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, পরিচালক সন্দীপ রায়, গৌতম ঘোষ, ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত গুয়ান কার্লোস, শিশু কিশোর একাডেমীর সভাপতি অর্পিতা ঘোষ।

এই উৎসবে আগামী ২৯ তারিখ পর্যন্ত ৮টি প্রেক্ষাগৃহে ৩২টি দেশের ১৮০টি সিনেমা দেখানো হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।