দেশ জুড়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে আলোর উৎসব দীপাবলি।
অশুভের উপর শুভের জয়ের প্রতীক এই উৎসবে ঘরবাড়ি, মন্দির এবং অন্যান্য স্থান আলোকিত করা হয়েছে । এই উপলক্ষে আজকের দিনে সম্পদের দেবী লক্ষীরও পুজো করা হয়। দেশের বিভিন্ন শহরের রাস্তাঘাট, বাজারগুলি সেজে উঠেছে রঙিন আলোকমালায়।
জাতীয় রাজধানী দিল্লিতে, দীপাবলি উদযাপনের জন্য স্বদেশী জিনিসপত্রসহ বিভিন্ন বাজারে বিপুল সংখ্যক মানুষের জমায়েত লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং স্বদেশী দ্রব্য সামগ্রী কেনার জন্য দেশের মানুষকে উৎসাহিত করেছেন। অন্যদিকে, গতকালথেকেই দীপাবলিতে মেতে উঠেছে সমগ্র হায়দ্রাবাদ। শহরের বাজার এবং শপিং সেন্টারগুলিতে জনসমাগম ছিল। মিষ্টির দোকান, উপহারের দোকান, ফুলের বাজার, গহনারদোকান, মলগুলিতে প্রচুর ভিড় লক্ষ্যকরা গেছে। হায়দ্রাবাদের প্রায় সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যক্তিগত বাড়ি, অ্যাপার্টমেন্ট এবং অফিসগুলিদীপাবলির উৎসবের চেতনাকে স্বাগত জানিয়ে রঙিন আলোয় আলোকিত হয়েছে।
দীপাবলিকে সামনে রেখে, দিল্লি পুলিশ শহরজুড়ে বিস্তৃত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ বাজার, জনবহুল স্থান, এবং বাণিজ্যিক কেন্দ্রগুলিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
									