মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 26, 2025 10:34 AM

printer

দেশ জুড়ে আজ ২৬তম কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে

দেশ জুড়ে আজ ২৬তম কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে।  ১৯৯৯ সালে পাকিস্তানের সঙ্গে সংঘাতের  সময়ে ভারতের যে সব সাহসী সৈন্য দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের দেশ আজ সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। পাকিস্তানী সৈন্য এবং তাদের মদতপুষ্ট জঙ্গিরা তদানীন্তন জম্মু কাশ্মীর রাজ্যের কারগিল জেলায় বেশ কিছু অঞ্চলে অবৈধভাবে ঢুকে পরে। ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয়ের মাধ্যমে হানাদার বাহিনীকে পরাজিত করে এবং দেশের ভূখণ্ড থেকে তাদের বের করে দেয়। লাদাখের দ্রাসে আজ সকালে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডবিয়ার নেতৃত্বে যুবক যুবতী, শহীদ পরিবারের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা এক পদযাত্রায় যোগ দেন। কার্গিল যুদ্ধ স্মারকে আজ সকালে সামরিক বাহিনীর সদস্যরাও শ্রদ্ধান নিবেদন করেন। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ‘ গৌরব গাঁথা’, শীর্ষক একটি ভিডিও প্রদর্শিত হবে। শ্রী মান্ডবিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত সেনাবাহিনীর প্রধান  এর পর বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।                                                                                

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষ্যে যে  বীর সৈনিকরা শহীদ হয়েছেন,তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতি তার বার্তায় বলেছেন,  দেশের সৈনিকদের অসাধারণ বীরত্ব, সাহস এবং দৃঢ় সংকল্পের ফলে এই বিজয় অর্জিত হয় । জাতির জন্য তাদের নিষ্ঠা এবং সর্বোচ্চ ত্যাগ নাগরিকদের  সর্বদা অনুপ্রাণিত করবে।  প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেছেন, আজকের এই দিনটিতে দেশের সেই সাহসী সন্তানদের অতুলনীয় সাহস এবং বীরত্বের স্মৃতিচারণ করে, যারা মাতৃভূমির জন্য সর্বস্ব উৎসর্গ করেন।  তাদের আত্মবলিদান প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে।