দেশ জুড়ে আজ ‘জাতীয় মহাকাশ দিবস’ উদযাপিত হচ্ছে। এবারের দিনটি পালনের মূল ভাবনা, ‘আর্যভট্ট থেকে গগনযান- প্রাচীন প্রজ্ঞা থেকে সীমাহীন সম্ভাবনা’।
এই উপলক্ষ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন- ইসরো, নতুন দিল্লির ভারত মন্ডপমে মূল অনুষ্ঠানটির আয়োজন করেছে।
গতকাল ইসরো ভারতের প্রথম স্পেস স্টেশনের মডিউল উন্মোচন করেছে। রাশিয়া, আমেরিকা এবং চীনের পর চতুর্থ দেশ হিসেবে ভারত নিজেদের মহাকাশ কেন্দ্র তৈরী করে নজির গড়তে চলেছে।
‘জাতীয় মহাকাশ দিবস’ উদযাপন উপলক্ষে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালায় আট দিনব্যাপী একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। ভারতের মহাকাশ ঐতিহ্য নিয়ে আজ একটি প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। ‘আর্যভট্ট থেকে গগনযান-ভারতের রোমাঞ্চকর মহাকাশ চর্চা’ শিরোনামে বক্তব্য রাখবেন মহাকাশ বিজ্ঞানী ডঃ দেবীপ্রসাদ দুয়ারী। এছাড়াও “চাঁদ থেকে চন্দ্রযান” এই বিষয়ের উপর ছাত্র-ছাত্রীদের প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাইপাসের ধারে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে অ্যাপোলো ১১ সহ তিনটি উপগ্রহ এবং মহাকাশ সংক্রান্ত অন্যান্য বিষয়ের ওপর বিশেষ প্রদর্শনীর কথা জানিয়েছেন সংস্থার অধিকর্তা ডঃ সন্দীপ চক্রবর্তী।