যথোচিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। আজ যেমন গৌতম বুদ্ধের জন্মের দিন, পাশাপাশি আজকের দিনেই বুদ্ধগয়ার মহাবোধি বৃক্ষের নীচে তিনি নির্বাণ লাভ করেছিলেন।
সারা বিশ্বের বৌদ্ধ এবং হিন্দুরা আজকের দিনটি উদযাপন করছে। ভারত, নেপাল, ভুটান, বার্মা, থাইল্যান্ড, তিব্বত, কোরিয়া, লাওস, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কায় একটি প্রধান উৎসব।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ,দেশবাসী এবং গোটা বিশ্বে ভগবান বুদ্ধের ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি এক বার্তায় বলেছেন,ভগবান বুদ্ধের অহিংসার,ভালোবাসার এবং মানবতার বিষয়ে অমর বাণী,মানবজাতির সহানুভূতি ও কল্যাণের মূল মন্ত্র । ভগবান বুদ্ধের আদর্শ, আমাদের সমতার,একতার এবং সামাজিক ন্যায় বিচারের চিরন্তন মূল্যবোধকে শক্তিশালি করে।
ভগবান বুদ্ধের আদর্শ মেনে চললে,শান্তিপূর্ণ, সম্প্রীতির এবং উন্নয়নশীল রাষ্ট্র গঠন সম্ভব বলে তিনি জানান।